অবস্থান: পূর্বে জগন্নাথপুর উপজেলার হলদিপুর ইউনিয়ন, পশ্চিমে তারল ইউনিয়ন, উত্তরে জগদল ইউনিয়ন, দক্ষিনে নবিগঞ্জ থানা
১। নাম : ০৯ নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদ।
২। আয়তন : ৫৭ বর্গ কিলোমিটার।
৩। মোট লোকসংখ্যা : ২৮,৯৩৯ জন।
পূরুষ : ১৪,৫১৮ জন।
মহিলা : ১৪,৪২১ জন।
মোট ভোটার সংখ্যা : ১৬,১২১ জন।
পূরুষ ভোটার সংখ্যা : ৮,০১৮ জন।
মহিলা ভোটার সংখ্যা : ৮,১০৩ জন।
গ্রামের সংখ্যা : ২৯টি।
বসত বাড়ী : ৬৮৫ টি।
প্রশিক্ষিত ধাত্রী : ২০ জন।
প্রধান পেশা : কৃষি।
মেৌজার সংখ্যা : ২৪ টি
হাট-বাজার সংখ্যা : ৩টি
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম: বর্ষাকালে নেৌকা, হেমন্তে- ট্রলি, মোটর সাইকেল।
শিক্ষার হার : ৫০%।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ২২ টি।
মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : ৪ টি।
কলেজ : ১টি(বিবিয়ানা মডেল কলেজ)
কওমী মাদ্রাসার সংখ্যা : ৩ টি।
মহিলা মাদ্রাসার সংখ্যা : ১ টি।
দাখিল মাদ্রাসা সংখ্যা : ২ টি।
মসজিদ : ৭৯ টি।
মন্দির : ৩ টি।
ব্যাংক : ২ টি (গ্রামীণ ব্যাংক ও কৃষি ব্যাংক)
ভুমি অফিস : ১ টি
ডাকঘর : ৩ টি
সরকারি হাসপাতাল : ১ টি।
কমিউনিটি ক্লিনিক : ৩টি।
রাস্তা : ১৩ কি.মি. পাকা এবং ৩৫ কি.মি. কাচা রাস্তা।
ইউ/পি জনবল :
নির্বাচিত পরিষদ : ১৩ জন।
ইউ/পি সচিব : ১ জন।
দফাদার : ১ জন।
মহল্লাদার : ৭ জন।
মহিলা মহল্লাদার : ২ জন।
চলতি পরিষদ
বিগত নির্বাচনের তারিখ : ২০/৬/২০১১ ইং
শপথ গ্রহনের তারিখ : ২০/৮/২০১১ ইং
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS