প্রিয় উদ্যোক্তাবৃন্দ
নিম্নোক্ত ছকে বর্ণিত সময়সূচি অনুযায়ী আপনারা আপনাদের ডিজিটাল সেন্টারের নিম্নোক্ত রেজিস্টারগুলো নিয়ে সকাল ১০.০০ টার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি মহোদয়ের অফিস কক্ষে হাজির হওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি মহোদয় সদয় নির্দেশনা প্রদান করেছেন। যাদের নিম্নোক্ত রেজিস্টারগুলো নাই তারা নতুন রেজিস্টার খুলে (কমপক্ষে ১০০ পাতার) তাতে চেয়ারম্যান মহোদয়ের প্রত্যায়ন নিয়ে আসতে হবে। প্রতি ডিজিটাল সেন্টার হতে ০১ (এক) করে উদ্যোক্তা আসতে হবে এতে পুরুষ উদ্যোক্তা অগ্রাধিকার। কোন ডিজিটাল সেন্টারে পুরুষ উদ্যোক্তা না থাকলে সেখানে মহিলা উদ্যোক্তা আসতে হবে।
রেজিস্টারসমূহ :
১। হাজিরা খাতা
২। পরিদর্শন রেজিস্টার
৩। আয় ব্যায় রেজিস্টার
৪। স্টক রেজিস্টার
গত জানুয়ারি ২০১৬ হতে অক্টোবর ২০১৬ পর্যন্ত আপলোড সংক্রান্ত তথ্য প্রিন্ট করে নিয়ে আসতে হবে।
তারিখ ও সময় | উপজেলার নাম |
০৫/১২/২০১৬, সোমবার, সকাল ১০.০০ টা | দিরাই |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS