Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

কুলঞ্জ  ইউনিয়ন ইউআইএসসি দিরাই, সুনামগঞ্জ।

 

ডিজিটাল বাংলাদেশ গড়ার সার্থে আমারা আমাদের যা কিছু ধরকার সেটা আমরা করে যাব ।এবং আমরা তুলনামূলক ভাবে কম করছের মাধ্যমে জনগণকে সেবা দিয়ে যাব ।

আমাদের সেবা সমূহঃ-

                         ১/ আমারা এখানে কম খরছে কম্পিটার শেখাই।

                         ২/এখানে ইন্টারনেট শেখানো সহ ইন্টারনেটের মাধ্যমেঃ-

                                       ক. ইন্টারনেট ব্রাউজ

                                       খ.ইমেল,পাসপোর্ট ইত্যাদি

                                       গ.ইন্টানেটের মাধ্যমে এস.এস.সি ,এইস.এস.সি ,জে.এস.সি সমাপনি পরিক্ষার রেজাল্ট সহ অন্যান্য দেখা হয়।

                       ৩/আমাদের এখানে আর্জেন্ট ছবি তুলা হয়।

                        ৪/লেমিটিং করা হয়।

                       ৫/গান ডাউনলোড করা হয়।

                       ৬/কম্পজ করা হয়।

                       ৭/মোবাইল সাভিসিং করা হয় ।

                      ৮/এছাড়াও অন্যান্য জিনিস পাওয়া যায়।

                      ৯/তাছাড়া্ও বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। 

 

সরকারি সেবাসমূহ :

বিভিন্নসরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইনজন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।

 

জীবনজীবিকা ভিত্তিক তথ্য:

কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি।জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ থেকে এ তথ্যসমূহ প্রদানকরা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইনভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেওনিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

 

বানিজ্যিক সেবা:

মোবাইলব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইলব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবিতোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ওট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করাপ্রভৃতি।